স্ত্রী নির্যাতনের অভিযোগে এএসআই জেলহাজতে

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমানকে জেলহাজতে পাঠিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক অরোক কুমার গোস্বামী এ আদেশ দেন।
আনিসুর বর্তমানে কুষ্টিয়ার মেহেরপুরের আমলি আদালতে কর্মরত। তাঁর গ্রামের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার বাঁধনবাড়ি গ্রামে।
মামলা বরাত দিয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল হামিদ লাবলু জানান, এএসআই আনিসুর সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ভরগ্রাম গ্রামের হাফিজুর রহমানের মেয়ে রোজিনাকে ২০১১ সালে বিয়ে করেন। চলতি বছর আনিসুর প্রমোশনের তদবির করার জন্য শ্বশুরের কাছে তিন লাখ টাকা দাবি করেন। এ সময় তাঁকে দুই লাখ টাকা দেওয়া হয়।
চার মাস আগে আনিসুর শ্বশুরবাড়িতে এসে স্ত্রী ও শ্বশুরের কাছে আরো এক লাখ টাকা চান। এ নিয়ে স্ত্রী রোজিনার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আনিসুর ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারলে গর্ভপাত ঘটে এবং সন্তানের মৃত্যু হয়।
এ ব্যাপারে স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করে।