বগুড়ায় জমি নিয়ে বিরোধ, হামলায় একজন নিহত

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, গতকাল সোমবার রাত ১০টায় মো. তোজাম্মেল হোসেন ও মো. নয়ন বাসায় ফিরছিলেন। পথে বৈঠাভাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তাদের গুরুতর আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে চিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। পথে তোজাম্মেল হোসেনের মৃত্যু হয়। তাঁর মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। আহত নয়ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত তোজাম্মেল হোসেন দুর্গাহাটা গ্রামের মৃত ওসমান আলী মোল্লার ছেলে।