ফরমালিন আইন পাস, যাবজ্জীবনের বিধান

খাদ্যদ্রব্যে ফরমালিনের ব্যবহার রোধে ফরমালিন নিয়ন্ত্রণ বিল, ২০১৫ পাস করা হয়েছে। আজ সোমবার সংসদে এটি পাস হয়। এতে লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন বা মজুদের দায়ে অনধিক যাবজ্জীবন কারাদণ্ড এবং এর অতিরিক্ত সর্বোচ্চ ২০ লাখ ও সবনিম্ন পাঁচ লাখ টাকা জরিমানা করার বিধান করা হয়েছে।
আজ সোমবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। বিলে লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার বা দখলে রাখতে পারবে না বলা হয়েছে। এ ছাড়া বিলে লাইসেন্স, লাইসেন্সিং কর্তৃপক্ষ, হিসাব বহি, রেজিস্টার সংরক্ষণ ও মাসিক প্রতিবেদন দাখিল, তদন্ত, পরিদর্শন, ফরমালিন বিক্রয়ের দোকান সাময়িকভাবে বন্ধসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে। বিলে প্রতিটি জেলা ও উপজেলায় ফরমালিন নিয়ন্ত্রণ কমিটি গঠনের কথা বলা হয়েছে।
বিলে লাইসেন্সের শর্ত ভঙ্গ লাইসেন্স ছাড়া বিক্রয় বা ব্যবহার, পরিবহন বা দখলে রাখা, উৎপাদনের যন্ত্রপাতি, গৃহ বা যানবাহন ব্যবহার, মিথ্যা ও হয়রানিমূলক মামলা অপরাধ সংঘটন, অর্থদণ্ড রাসায়নিক পরীক্ষার জন্য পরীক্ষাগার স্থাপন, পরীক্ষক নিয়োগ ও রিপোর্ট প্রদান, অপরাধের বিচার, বিধান প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়।
জাতীয় পার্টির এম এ হান্নান, ফখরুল ইমাম, রওশন আরা মান্নান, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী ও হাজি মোহাম্মদ সেলিম বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।