প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব আবুল কালাম আজাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল কালাম আজাদ। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল ১৫ ফেব্রুয়ারি রোববার আবদুস সোবহান শিকদার অবসরে যাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের পদটি খালি হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব সুরাইয়া বেগম। পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বিসিএস প্রশাসনের অতিরিক্ত সচিব, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কানিজ ফাতেমাকে নিয়োগ দেওয়া হয়েছে।