বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বগুড়া শহরের তিনমাথা এলাকায় ট্রেনে কাটা পড়ে সঞ্জিত (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সঞ্জিত নাটোর জেলার সিংড়া থানার সুকুমারের ছেলে। তিনি আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, আজ সকালে তিনমাথা এলাকায় ট্রেনে কাটা পড়া একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।