এইচএসসির ফল
ওরা ৯ জন ...

চোখের আলো না থাকলেও চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জ্ঞানের আলো ছড়িয়েছে দৃষ্টি প্রতিবন্ধী সাত পরীক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া এই পরীক্ষার্থীদের সবাই পাস করেছে। এ ছাড়া শারীরিক প্রতিবন্ধী দুই শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সঙ্গে সব বিষয়ে পাস করেছে। এদের মধ্যে আবার একজন পেয়েছে জিপিএ ৫।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সামসুল কালাম আজাদ জানান, দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে নাটোর এনএস সরকারি কলেজের শিবনাথ কুমার সরকার পেয়েছে জিপিএ ৩ দশমিক ৮৩, পাবনা কলেজের আজিজুল হক পেয়েছে জিপিএ ৪ দশমিক ৩৩, শাখাওয়াত হোসেন পেয়েছে জিপিএ ৩ দশমিক ৫, পাবনার শহীদ বুলবুল সরকারি কলেজের দুরুল হুদা পেয়েছে জিপিএ ৪ দশমিক ২৫, নুরুল ইসলাম পেয়েছে জিপিএ ৩ দশমিক ৩৩, মোবারক হোসেন পেয়েছে জিপিএ ৪ এবং ওয়াসিম আকরাম পেয়েছে জিপিএ ৩ দশমিক ৯২।
এ ছাড়া শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে পাবনার শহীদ বুলবুল সরকারি কলেজের আজিজুল হাকিম পেয়েছে জিপিএ ৫ এবং রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের আশরাফুল হক সরকার পেয়েছে জিপিএ ২ দশমিক ৩৩।
এ দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৯ জন শিক্ষার্থীর ১৬ জন পাস করেছে।