এইচএসসির ফল
কুমিল্লা বোর্ডে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে সম্মিলিত পাসের হার ৫৯ দশমিক ৮০ শতাংশ। যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। ২০১৪ সালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ।
এ বছর বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৫৭৯ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ২৩৫ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৯১ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ আর মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ।
মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬৮৩ জন। এদের মধ্যে পাস করেছে ২০ হাজার ৯০৮ জন। এ বিভাগে পাসের হার ৫১ দশমিক ৩৯ শতাংশ। এ ক্ষেত্রে ছেলেদের পাসের হার ৫০ দশমিক ০৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৫২ দশমিক ১০ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে থেকে এবার মোট পরীক্ষায় অংশ নেয় ৪৫ হাজার ১৬১ জন। পাস করেছে ২৮ হাজার ২৯১ জন। এ বিভাগে পাসের হার ৬২ দশমিক ৬৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ছেলেদের পাসের হার ৫৯ দশমিক ৬১ শতাংশ আর মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লাসহ ছয় জেলার ৫৩টি উপজেলায় ১৬৩টি কেন্দ্রে মোট ৯৯ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ৪৮ হাজার ৪৮৪ জন ছাত্র এবং ৫১ হাজার ৪৮২ জন ছাত্রী রয়েছে। মোট পাস করেছে ৫৯ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ১২২ জন, মানবিক বিভাগের ৪০ হাজার ৬৮৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৫ হাজার ১৬১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মোট জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৪৫২ জন শিক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ২৩৫ জন , মানবিক বিভাগ থেকে ৭৭ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৪০ জন জিপিএ ৫ অর্জন করেছে। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ৭৫৪ জন ছেলে এবং ৬৯৮ জন মেয়ে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহাম্মেদ বলেন, ‘পাঠ্যসূচিতে তথ্য ও প্রযুক্তি নামের একটি নতুন বিষয় আবশ্যিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হারে আশঙ্কাজনক বিপর্যয় ঘটেছে।’
পাসের হার ও জিপিএ ৫ কমেছে
২০১১ সালে কুমিল্লা বোর্ডের পাসের হার ছিল ৬৮ দশমিক ৬৮ শতাংশ। ২০১২ সালে পাসের হার দাঁড়ায় ৭৪ দশমিক ৬০ শতাংশে। পাসের হার বিপর্যয় কমিয়ে আনতে বোর্ডের তত্ত্বাবধানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে আলোচনা আর পাঠ দানের নতুন কৌশল বেছে নেওয়ায় পরের বছর এই বোর্ডের পাসের হারের উন্নতি হয় বলে জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক বাহাদুর হোসেন। ২০১৩ সালে পাসের হার হয় ৬১ দশমিক ২৯ শতাংশ। দেশে রাজনৈতিক অস্থিরতা ও ঘনঘন হরতাল আর অবরোধের কারণে হার কমে যায় বলে জানান উপপরীক্ষা নিয়ন্ত্রক নিখিল চন্দ্র রায়। ২০১৪ সালে কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল দুই হাজার ৬০০ জন। আর চলতি বছর পাসের হার নেমে এসেছে ৫৯ দশমিক ৮০ শতাংশে আর সাথে সাথে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৪৫২ জন।