এইচএসসির ফল
এবারও ভালো করেছে এনএস কামিল মাদ্রাসা

বরাবরের মতো এবারও আলিম পরীক্ষায় ভালো ফল করেছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা। এ ছাড়া শহরের ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও কুতুবনগর মাদ্রাসা শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় ১৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১০০ জন জিপিএ ৫ এবং ৯৬ জন জিপিএ ৪ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান বলেন, ‘আমাদের মাদ্রাসা ২০১৪ সালে দাখিলে ২৭৪টি জিপিএ ৫ লাভ করে মাদ্রাসা বোর্ডে প্রথমস্থান অধিকার করে। এ বছরও আমরা খুব ভালো ফল করেছি। আগামী দিনে এ প্রতিষ্ঠানের ছাত্ররা আরো ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ব্যাপারে শিক্ষক, অভিভাবক এবং সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ।
এদিকে আলিম পরীক্ষায় ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৯ জন অংশ নিয়ে একজন জিপিএ ৫ ও ১২ জন জিপিএ ৪ পেয়েছে। এ মাদ্রাসা থেকে সবাই পাস করেছে। কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে ৯ জন অংশ নিয়ে জিপিএ ৪ পেয়েছে চারজন এবং অন্যরা বিভিন্ন গ্রেড নিয়ে পাস করেছে।