মানুষ চাইলে যুক্তরাষ্ট্র সাহায্য করবে : বার্নিকাট

ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক শক্তি বা দলকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয় না। তারা সমর্থন দেয় এ দেশের মানুষকে। বাংলাদেশের মানুষের সঙ্গে কাজ করাই যুক্তরাষ্ট্রের ইচ্ছা।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশান এভিনিউয়ে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে বার্নিকাট এ কথা বলেন। তিনি বলেন, সমস্যা সমাধানে বাংলাদেশের মানুষকেই উদ্যোগ নিতে হবে। তারা সাহায্য চাইলে যুক্তরাষ্ট্র অবশ্যই সাহায্য করবে।
ঢাকায় কাজে যোগ দেওয়ার পর এটাই বার্নিকাটের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এতে তিনি আরো বলেন, এ ধরনের সহিংসতা চলতে থাকলে অনেক সময় জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারে। কাজেই সবার এ সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত।
রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সহিংসতার পথ বেছে নেওয়ায় বর্তমান পরিস্থিতি উদ্ভূত হয়েছে উল্লেখ করে তার তীব্র নিন্দা জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, মতপার্থক্য নিরসনে অহিংস আচরণ বেছে নেওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশের প্রত্যেকেরই উচিত, সহিংসতা থামানোতে ভূমিকা রাখা।