ব্রাহ্মণবাড়িয়ায় কেল্লা শহীদ (রহ.)-এর বার্ষিক ওরশ শুরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/10/photo-1439206978.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুরের শাহপীর সৈয়দ আহমদ গেছু দারাজ কেল্লা (রহ.)-এর দরগাহ শরিফ। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুরের শাহপীর সৈয়দ আহমদ গেছু দারাজ কেল্লা (রহ.)-এর সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ আজ সোমবার থেকে শুরু হয়েছে। ওরশ উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার ভক্ত আশেকানদের পদচারণায় গোটা এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে।
ওরশ উপলক্ষে মাজার জিয়ারত, কোরআনখানি, হালকায়ে জিকির, মিলাদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভক্ত আশেকানদের তাৎক্ষণিক চিকিৎসাসেবার জন্য স্থাপন করা হয়েছে একটি মেডিকেল ক্যাম্প।
এরই মধ্যে ওরশের যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাজার পরিচালনা কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সাতদিনব্যাপী ওরশের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে।