পাঁচদিনের সফরে বিমানবাহিনীর প্রধান ভারতে

বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। ফাইল ছবি
বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী পাঁচদিনের এক সরকারি সফরে ভারতে গেছেন। গতকাল সোমবার তিনি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ভারতে দশম আন্তর্জাতিক এয়ারোস্পেস প্রদর্শনী ‘এয়ারো ইন্ডিয়া ২০১৫’-তে যোগ দেবেন। এ ছাড়া ভারতের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। সফরকালে তিনি ভারতের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
বিমানবাহিনীর প্রধানের সঙ্গে তাঁর স্ত্রী ও একজন সফরসঙ্গী রয়েছেন। আইএসপিআর বলেছে, বিমানবাহিনীর প্রধানের ভারত সফর দুই দেশের সামরিক বাহিনীর সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।