এইচএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা!

গাজীপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকায়।
নিহত ছাত্রীর নাম চম্পা আক্তার (১৮)। সে গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর এলাকায় চান মিয়ার মেয়ে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, চম্পা এবার স্থানীয় রোভারপল্লী ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। গতকাল রোববার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সে অকৃতকার্য হয়েছে বলে জানতে পারে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরে সন্ধ্যায় চম্পা দরজা বন্ধ করে নিজ ঘরে সাতিশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।