খুলনায় ১১ দফা দাবিতে সাত পাটকলে বিক্ষোভ

মজুরি কমিশন গঠন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবি আদায়ে খুলনার রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলে আজ বুধবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন পাটকল শ্রমিকরা। ছবি : এনটিভি
মজুরি কমিশন গঠন, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবি আদায়ে খুলনার রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পাটকল শ্রমিকরা।
খালিশপুর-দৌলতপুর এলাকায় নিজ নিজ মিলের সামনে আজ বুধবার সকাল ৯টা থেকে তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ও নন-সিবিএ ঐক্য পরিষদ ১১ সপ্তাহ মজুরি না পেয়ে এই লাগাতার কর্মসূচির ডাক দেয়।
খালিশপুর পিপলস মিল গেটের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সরদার মোতাহার উদ্দিন, কার্যকরী আহ্বায়ক মো. সোহরাব হোসেন ও খালিশপুর জুট মিল সিবিএ সভাপতি মিজানুর রহমান মানিক প্রমুখ।
অবিলম্বে তাঁদের দাবি মানা না হলে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা।