খুলনায় ‘বড়ভাই বাহিনীর’ ৮ সদস্য গ্রেপ্তার

খুলনায় ফুলতলা উপজেলার ভৈরব নদের ভুইয়াবাড়ীর ঘাটে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, বৃহস্পতিবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে সুন্দরবনের বনদস্যু বড়ভাই বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা থেকে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন মজিদ সরদার (৪০), নুর মোহাম্মাদ সরদার (৫০), মো. কাউছার হাওলাদার (৩৫), আব্বাস আলী ওরফে আলী (৩০), মো. গোলাম কিবরিয়া মল্লিক (২৪), মনিরুজ্জামান মোড়ল ওরফে মনির (৩০), জামাল শেখ (৩৫) ও আলামিন খন্দকার ওরফে আলাল (৪৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আককাছ আলী বলেন, গ্রেপ্তার মজিদসহ চারজনের নামে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। ওই অভিযানে তাঁদের কাছে থেকে একটি পাইপগান, দুটি বন্দুকের কার্তুজ, আটটি ছোরা, একটি ট্রলার, ৬০০ লিটার ডিজেল ও তরিতরকারি উদ্ধার করা হয়। এ ছাড়া এফবি খাজা-১ নামের একটি ট্রলারও জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
এ ঘটনায় এসআই অর্জুন কুমার দাস বাদী হয়ে ফুলতলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া পলাতক বনদস্যুদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।