১০৬ বছরের রওশন আরার হার্টে বসল রিং

হৃদরোগে আক্রান্ত ১০৬ বছর বয়সী এক রোগীর দেহে সফলভাবে রিং স্থাপন করেছে খুলনার ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট। এত বেশি বয়সের মানুষের ক্ষেত্রে এই ধরনের সাফল্য বিশ্বে এটিই প্রথম বলে দাবি করছেন ইনস্টিটিউটটির চিকিৎসকরা।
আজ রোববার দুপুরে ফরটিস হার্ট ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ডা. এস এম মামুন ইকবাল। তাঁর দাবি, এত বেশি বয়সী রোগীর দেহে এ ধরনের সফলতার নজির সারা বিশ্বে আছে বলে তাঁদের জানা নেই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত নভেম্বর মাসে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ১০৬ বছর বয়সী রওশন আরা তাঁদের হাসপাতালে ভর্তি হন। এই সময় তাঁর হৃদযন্ত্রের প্রধান রক্তনালীতে শতভাগ ব্লক পাওয়া যায়। পরে গত ২৪ নভেম্বর তাঁকে অস্ত্রোপচারের মাধ্যমে রিং পরানো হয়। রওশন আরা বর্তমানে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন।
চিকিৎসকরা জানান, এত বেশি বয়সী রোগীর শরীরে রিং পরানোর ঘটনা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বে প্রথম।
সংবাদ সম্মেলনে বৃদ্ধা রওশন আরা, তাঁর ছেলে, নাতি-নাতনিসহ ফরটিস হার্ট ইনস্টিটিউটের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বৃদ্ধার চতুর্থ সন্তান মো. আবু বক্কর জানান, তাঁর মায়ের বয়স ১০৬ বছর। স্থানীয় চেয়ারম্যানও তাঁর মায়ের বয়সের সনদপত্র দিয়েছেন বলে জানান তিনি।
হৃদরোগে আক্রান্তদের উন্নত চিকিৎসা সেবা দিতে ২০১৪ সালের ডিসেম্বর মাসে খুলনা শহরের সোনাডাঙ্গায় চালু হয় ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট। এশিয়ার হৃদরোগ পরিচর্যায় খ্যাতনামা প্রতিষ্ঠান ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট এবং বাংলাদেশের এ এফ সি হেলথ লিমিটেডের যৌথ উদ্যোগে এ অত্যাধুনিক হৃদরোগ হাসপাতালটি চালু করা হয়েছে।