২০ কেজি হরিণের মাংসসহ দুই শিকারি গ্রেপ্তার

খুলনায় ২০ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে কয়রা থানা পুলিশ স্থানীয় জোড়শিং গ্রামের একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জোড়শিং গ্রামের হুমায়ূন কবির হুদা (৪০) ও কয়রা গ্রামের খোকন মোল্লা (৪৮)।
এ ঘটনায় ছয় শিকারিকে আসামি করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। আসামিরা হলেন গাজী, সলেমান গাজী, গোলাম রসুল গাজী ও বাবুল গাজী।
কয়রা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে স্থানীয় দক্ষিণ বেদকাশির জোড়শিং গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বেড়িবাঁধের পাশে একটি ঘরে সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণের মাংস কাটা হচ্ছিল। ঘটনাস্থল থেকে ২০ কেজি হরিণের মাংসসহ দুই চোরাশিকারিকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের আদালতের মাধ্যমে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।