চলন্ত ট্রাকে উঠতে গিয়ে চালকের সহকারী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে আজ মঙ্গলবার বিকেলে চলন্ত ট্রাকে উঠতে গিয়ে চালকের সহকারী নিহত হয়েছেন। নিহতের নাম হাসান মিয়া (৪০)। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভর্তি একটি ট্রাকের চালক আজ মঙ্গলবার বিকেলে হোটেলে খাবার খেয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস মোড় থেকে ট্রাক নিয়ে শ্রীপুরের উদ্দেশে রওনা হন। এ সময় চালকের সহকারী হাসান মিয়া চলন্ত ট্রাকে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অজয় চন্দ্র দেব জানান, ঘটনার পরপর চালক ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। হাসান স্থানীয় বেগমপুর এলাকায় শ্বশুর বাড়িতে থেকে ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন।