নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বরমী বাজার এলাকার একটি আমগাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত সোহাগ ঘোষ (২৫) বরমী বাজার এলাকার সজল ঘোষের ছেলে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহরাওয়ার্দী হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোহাগ মঙ্গলবার সকাল ১০টার দিকে বাজারে নিজেদের খাবার হোটেলের উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।
এলাকাবাসী আজ সকালে স্থানীয় বংশী বদন সাহার বাড়ির পাশের (দক্ষিণে) আমগাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সোহাগের লাশ দেখতে পায়। তাঁর দুই পা ভাঁজ করা অবস্থায় মাটিতে লেগে ছিল।
এসআই আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সোহাগকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।