পাটকল শ্রমিকদের কর্মবিরতি চলছে

খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের কর্মবিরতি তৃতীয় দিনের মতো চলছে।
আজ রোববার সকালে শ্রমিকরা খালিশপুরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিএডিসি রোড হয়ে যশোর রোড দিয়ে দৌলতপুর হয়ে পুনরায় খালিশপুরে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের আহ্বায়ক সরদার মোতাহার উদ্দিন, শ্রমিক নেতা সোহবার হোসেন প্রমুখ।
গত বৃহস্পতিবার সাপ্তাহিক মজুরি না পেয়ে খালিশপুরে পাঁচটি পাটকলের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। শনিবার এই ধর্মঘটের সঙ্গে আরো দুটি পাটকলের শ্রমিকরা যোগ দেন। ফলে খুলনা অঞ্চলের সাতটি পাটকলের শ্রমিকরাই কর্মবিরতি পালন করছেন।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র এডিসি মনিরা সুলতানা জানান, পাটকলের উৎপাদন বন্ধ থাকলেও পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ পরিষদের আহ্বানে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ জানুয়ারি সারা দেশে ২৪ ঘণ্টা ধর্মঘট পালিত হবে বলে জানান শ্রমিকরা।