হোটেলে ঢুকে মাতাল ব্যবসায়ীর অস্ত্র নিয়ে হুমকি, গ্রেপ্তার

মাতাল অবস্থায় অস্ত্রসহ এক সেনা কর্মকর্তা ও তাঁর স্ত্রীকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে খুলনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে দুটি মামলা দিয়ে তাঁকে সোনাডাঙ্গা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে খুলনার অভিজাত হোটেল সিটি ইন থেকে মনির হোসেন নামের ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
মনির হোসেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির নেতা শেখ আবুল কাশেম হত্যা মামলার অভিযোগভুক্ত আসামি। তিনি জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবঙ মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত জলিল টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক।
র্যাব-৬ খুলনার অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে খুলনা সিটি ইন হোটেলে মাতাল অবস্থায় অস্ত্র নিয়ে একজন সামরিক কর্মকর্তা ও তাঁর স্ত্রীর সঙ্গে বাজে আচরণ করেন মনির হোসেন। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
হোটেল সিটি ইনের পরিচালক ওহেদুজ্জামান জানান, রাতে হোটেলের রেস্তোরাঁয় মাতাল অবস্থায় ঢুকে পিস্তল বের করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন মনির হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনাডাঙ্গা থানায় ও র্যাবকে খবর দেওয়া হয়।
এর আগেও মাতাল অবস্থায় নানা অপ্রীতিকর ঘটনার জন্ম দেন মনির হোসেন। তাঁর নামে একাধিক জিডি হয়েছে।