মাদক-জঙ্গি নির্মূল করতে পারিনি : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘গত পাঁচ বছরে সব ধরনের অপরাধ কমিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু জঙ্গি ও মাদক নির্মূল করতে পারেনি।’
আজ শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে পুলিশ সপ্তাহ ২০১৮ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। মাদক এবং জঙ্গি নির্মূল করতে না পারার কারণ হিসেবে ‘আসক্তির‘ কথা উল্লেখ করেন তিনি।
আগামী ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহ শুরু হতে যাচ্ছে।
পুলিশপ্রধান বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা ভালো। তিনি বলেন, ‘২০১৬ সালের হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে জঙ্গিবাদের যে উত্থান হয়েছিলো আমরা তার মোকাবেলা করেছি। জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দিতে সক্ষম হয়েছি।’
আইজিপি আরো বলেন, শুধু পুলিশ বা আইন দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক বন্ধে পরিবার থেকে শুরু করে সব স্থানে সচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলে যদি হার কমিয়ে আনা যায়।
শহীদুল বলেন, ‘কক্সবাজারে এতো বড় বড় সীমান্ত দিয়ে ইয়াবা প্রবেশ করছে যা বন্ধ করা কঠিন। তারপরও আমাদের যথেষ্ট সফলতা রয়েছে এক্ষেত্রে।’ গত বছরের মাদক মামলার হার শুনিয়ে তিনি বলেন, ‘গত বছর মাদক সংক্রান্ত দুই লাখ ৮৭ হাজার ২৫৪টি মামলা হয়েছে। গ্রেপ্তার আছে কয়েক হাজার।‘
পুলিশদের মাদক ব্যবসায় জড়িত থাকার প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘সেই তালিকা আমার জানা নেই। তবে সেটা খুব কম। আমাদের কাছে যদি তথ্য আসে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা কিছু পুলিশের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছি।‘ এছাড়া তিনি বলেন,‘মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে। বিভিন্ন সথানে কমিটি করা হয়েছে। নানামুখী কৌশল নিয়ে আমরা এগোচ্ছি।‘