সাবধানে গাড়ি চালাতে নৌমন্ত্রীর আহ্বান
সাবধানতা ও বিচক্ষণতার সঙ্গে গাড়ি চালাতে এবং যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান আজ শনিবার ঢাকায় মহানগর নাট্যমঞ্চে ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানান।
নৌমন্ত্রী বলেন, পরিবহন সেক্টর একটি সেবামূলক খাত। সড়ক পরিবহন শ্রমিকরা দেশের উন্নয়নে কাজ করছে। সরকার সব শ্রেণির শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
শাজাহান খান বলেন, ট্রেড ইউনিয়ন ক্ষতিকর নয়। ট্রেড ইউনিয়ন থাকার ফলে গার্মেন্টস সেক্টরে জ্বালাও- পোড়াও নেই; শ্রমিকদের মধ্যে অস্থিরতা নেই। ট্রেড ইউনিয়ন থাকলে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো শ্রমিক ইউনিয়ন অফিস ও টার্মিনাল দখল হয়নি। যারা জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করে তাদের সঙ্গে সাধারণ শ্রমিকরা থাকবে না।