পটিয়ায় দগ্ধ অটোরিকশার যাত্রীর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় পেট্রলবোমা হামলায় দগ্ধ সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মো. ইদ্রিস (২২) আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ইদ্রিসের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার পেকুয়া এলাকায়।
পুলিশ জানায়, ইদ্রিসসহ পাঁচজন গত ১১ ফেব্রুয়ারি রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে চকরিয়া থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড় উঠান শাহ মিরপুর এলাকায় দুর্বৃত্তরা ওই অটোরিকশায় পেট্রলবোমা ছুড়ে মারে। এতে পাঁচজন দগ্ধ হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের প্রধান ডা. মৃণাল কান্তি দাস এনটিভি অনলাইনকে জানান, পেট্রলবোমায় ইদ্রিসের শরীরের ৩০ শতাংশ ঝলসে গেলেও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।