জয়পুরহাটে আখচাষি নেতাকে বহিষ্কারে অনিয়মের অভিযোগ

জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. খাজা নাজিম উদ্দীনকে সমিতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সমিতির গঠনতন্ত্র ভঙ্গ করে ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে খাজা নাজিম উদ্দীন এই অভিযোগ করেন। এ সময় তাঁর পক্ষে আখচাষি কল্যাণ সমিতির অন্য কোনো নেতাকে দেখা যায়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাজা নাজিম উদ্দীন জানান, আখচাষি কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নয়জন সদস্যদের মধ্যে তাঁর অনুপস্থিতিতে মাত্র চারজন সদস্যের উপস্থিতিতে অনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ অন্যরা এ সমিতির গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে তাঁকে ষড়যন্ত্রমূলক সাময়িক বহিষ্কার করে কার্যালয়ে তালা দিয়েছে। চিনিকল নিয়ন্ত্রণাধীন এলাকার আখচাষিদের সার্বিক কল্যাণের জন্য সমিতির অফিস ভবন নির্মাণ করা হলেও বর্তমানে তা তালা মেরে বন্ধ করে রাখায় আখচাষিরা বঞ্চিত হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
সমিতির দুই লাখ ৩৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বহিষ্কারের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাজা নাজিম উদ্দীন বলেন, স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে এ ব্যাপারে নিরীক্ষা করা হয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ মেলেনি। উল্টো তিনি অভিযোগ করেন, সমিতিতে তাঁর প্রতিপক্ষরা চিনিকলের শিক্ষাসেচের বরাদ্দ করা ৬০ হাজার টাকা তছরুপ করেছে।