পুলিশের হয়রানির প্রতিবাদে খুলনায় ট্যাংকলরি ধর্মঘট

পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে আজ সোমবার খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু করেছে। এর ফলে সকাল থেকে খালিশপুরের তিনটি তেল ডিপো থেকে কোনো তেল উত্তোলন হয়নি।
খুলনা বিভাগীয় পেট্রল পাম্প মালিক সমিতির সভাপতি আবদুল গাফফার বিশ্বাস জানান, গতকাল রোববার রাতে খালিশপুর নতুন রাস্তা মোড়ে তানিয়া ফিলিং স্টেশনের ট্যাংকলরিসহ চালককে আটক করে পুলিশ।
খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার জানান, ট্যাংকলরিসহ চালক সাজ্জাদকে খালিশপুর থানায় নিয়ে যাওয়া হয়।
এ খবর পাওয়া পর শ্রমিকরা ট্যাংকলরি চালকরা খালিশপুর ইউনিয়ন কার্যালয়ে বৈঠক শুরু করেন। পরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম অনির্দিষ্টকালে ধর্মঘট ঘোষণা করেন। তিনি জানান, আটক ট্যাংকলরি চালক সাজ্জাদের মুক্তি এবং পুলিশের হয়রানির প্রতিবাদে তাদের এই ধর্মঘট।
এদিকে, হঠাৎ করে ধর্মঘটের ফলে খুলনা বিভাগের বিভিন্ন জেলা হতে আগত ট্যাংকলরিগুলো যশোর রোডের পাশে অবস্থান নিয়েছে।