দাবি আদায়ে খুলনায় শ্রমিকদের লাল পতাকা মিছিল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার লাল পতাকা মিছিল করেন রাষ্ট্রায়ত্ত আটটি পাটকলের শ্রমিকরা। ছবি : এনটিভি
মজুরি কমিশন গঠনসহ ১১ দফা দাবি আদায়ের জন্য খুলনার রাষ্ট্রায়ত্ত আটটি জুট মিলের শ্রমিকরা লাল পতাকা মিছিল করেছেন।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকলের ‘সিবিএ-ননসিবিএ পরিষদ’-এর আহ্বানে চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার এই কর্মসূচি পালিত হয়।
পরিষদের আহ্বায়ক সরদার মোতাহার উদ্দিন জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকেই শ্রমিকরা নিজ নিজ পাটকলের সামনে লাল পতাকা নিয়ে মিছিল শুরু করেন। পরে তাঁরা ট্রাকে করে লাল পতাকা নিয়ে খালিশপুরে বিএডিসি রোড দিয়ে যশোর রোড হয়ে পুরো শহর ঘোরেন।
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টির মধ্যে আটটি পাটকলের শ্রমিকরাই গত ৩০ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। ফলে ১৭ দিন ধরেই এই আটটি পাটকলে শ্রমিক ধর্মঘট পালিত হচ্ছে।
চলমান কর্মসূচির মধ্যে আগামীতে ভুখা মিছিল এবং ৩১ জানুয়ারি রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষিত রয়েছে।