বিএনপি জনপ্রিয়তা যাচাই করুক : হানিফ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/01/19/photo-1516357749.jpg)
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি আগামী সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুক। এ মুহূর্তে ভোট হচ্ছে না, তাই এই মুহূর্তের ভোটের হিসাব কষার দরকার নেই।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এসএ টিভির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ মুহূর্তে ভোট হলে বিএনপি ৮০ শতাংশ ভোট পাবে। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, এটা কাল্পনিক আত্মতুষ্টি ছাড়া কিছুই নয়। জনপ্রিয়তা থাকলে তারা ’১৪ সালের নির্বাচনে অংশ নিত। জয়লাভের কোনো সম্ভাবনা ছিল না বিধায় তারা নির্বাচনে আসেনি।
হানিফ আরো বলেন, ‘বিএনপি এবং খালেদা জিয়া তাদের অতীত অপকর্মের জন্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা রাজনীতি থেকেও বিচ্ছিন্ন হওয়ার পথে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন।