‘খালেদা জিয়া সাজা পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/12/28/photo-1514473408.jpg)
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, তাঁর দল মনে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজা পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতা বলেন, দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাজা পাবেন জেনেই সময়ক্ষেপণ করছেন।
হানিফ আরো বলেন, ‘আমরা চাই না এই দেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী আদালতে তাঁর অপরাধে দণ্ডিত হয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেন। এটা আমরা দেখতে চাই না।’ খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, এই আশঙ্কায় মামলার সময় নষ্ট করবেন আর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে অভিযোগ করবেন। এটাও জনগণ দেখতে চায় না।’ তিনি আরো বলেন, ‘ওই উকিল নোটিশ পাঠানোর কথা বলে, মিথ্যাচার করে আপনার নেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনার নেতা তারেক রহমানের দুর্নীতিকে আড়াল করার কোনো সুযোগ নেই।’
রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতি অভিযোগে করা দুটি মামলায় খালেদা জিয়ার বিচার চলছে। মামলাগুলোর বাদী দুর্নীতি দমন কমিশন (দুদক)। এগুলোর মধ্যে ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুদকের সহকারী পরিচালক হারুন-অর রশিদ।
অন্যদিকে, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে বিশেষ আদালতে।