চাঁপাইনবাবগঞ্জে আ. লীগকর্মীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার দুই পক্ষের আধিপত্য বিস্তারের জেরে এক আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ শনিবার দুপুরে পৌর এলাকার মর্দানা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (২৭) ওই গ্রামের নুরুল ইসলাম নজুর ছেলে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম এনটিভি অনলাইনকে জানান, দুপুর ১টার দিকে রবিউল এলাকার একটি আমবাগানে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে কুপিয়ে গুরুতর আহত করে। রবিউল মারা গেছে এমনটা মনে করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত রবিউলকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মারা যান বলে জানান এসআই।
রবিউলের ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক মজিবুর রহমান।
শিবগঞ্জ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের মর্দানায় আধিপত্য বিস্তারকে ঘিরে পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের সঙ্গে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম পাশবানের বিরোধ চলে আসছে।
স্থানীয়রা জানিয়েছে, নিহত রবিউল আবদুস সালামের সমর্থক ছিলেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।