কাজ শেষে খেতে বসেছিলেন ১৩ শ্রমিক, হঠাৎ গুলি

নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়া গ্রামে অরুণিমা ইকোপার্কের নিরাপত্তারক্ষীরা পাশের ফসলি জমিতে সেচের জন্য কাজ করা ১৩ শ্রমিকের ওপর গুলি চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, ইকোপার্কের মালিক খবির উদ্দিনের সঙ্গে পাশের ফসলি জমিটির মালিক মিজানুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার সূত্র ধরেই, গত শুক্রবার রাতে জমিতে কাজ করতে আসা শ্রমিকদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সকালে ঘটনাস্থলে থাকা নড়াগাতি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘শুনেছি দুই দলের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে আমরা এসেছি। পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’
স্থানীয় বাসিন্দা বরকত উল্লাহ বলেন, মালিক খবির উদ্দিন ইকোপার্কটিকে সম্প্রসারিত করতে চান। তাই পাশের জমি নিয়ে এই বিরোধ। বেশ কিছুদিন ধরেই এখানে উত্তেজনা বিরাজ করছে। যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে, তাতে যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে।
এ ব্যাপারে কথা বলার জন্য অরুণিমা ইকোপার্কের মালিক খবির উদ্দিনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে পার্কের ব্যবস্থাপক মো. শাহাদত হোসেন নিরাপত্তাকর্মীদের গুলি করার কথা স্বীকার করেছেন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান এনটিভি অনলাইনকে বলেন, এ ব্যাপারে দুইপক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে। আজ রোববার মামলা হতে পারে।