কালিয়াকৈরে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ শনিবার ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত বাস। ছবি : এনটিভি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ শনিবার যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, কালিয়াকৈর উপজেলার সাহেববাজার বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শনিবার দুপুরে গাইবান্ধাগামী আশা ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা গরুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১২ বাস যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি আটক করা হলেও চালকরা পালিয়ে গেছে।