এমপি তাপসের আশ্বাসে সড়ক ছাড়লেন ব্যবসায়ীরা

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে নূর তাপসের আশ্বাসে নীলক্ষেত মোড় অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এমপি তাপস উপস্থিত হয়ে ব্যবসায়ীদের আশ্বাস দিলে তাঁরা অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন
এর আগে নিউমার্কেট দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ের সড়কে অবস্থান নেন ব্যবসায়ীরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঐতিহ্যবাহী ঢাকা নিউমার্কেটের ওপরে নতুন করে দোকান নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন তাঁরা। নিউ মার্কেটের ব্যবসায়ী সমিতির ডাকে এই কর্মসূচিতে নামেন তাঁরা।
সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় ব্যবসায়ীরা স্লোগান দিয়ে বক্তব্য দেন। এতে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এরপরে পৌনে ৫টার দিকে স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস নীলক্ষেত মোড়ে যান। তীব্র যানজটে মানুষের ভোগান্তির কথা জানিয়ে ব্যবসায়ীদের সড়ক অবরোধ থেকে সরে যেতে বলেন।
ফজলে নূর তাপস ব্যবসায়ীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, নিউমার্কেটের একটা নিজস্ব ঐতিহ্য আছে। সিটি করপোরেশন তাদের সিদ্ধান্তের পুনর্বিবেচনা করবে বলে আশা করছি।
সংসদ সদস্য আরো বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে আমি কথা বলব। আপনারা দয়া করে রাস্তা ছাড়ুন। মানুষের ভোগান্তি হচ্ছে।’
তাপসের এই আশ্বাসের ফলে পৌনে ৫টার দিকে ব্যবসায়ীরা সড়ক ছেড়ে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলেও তাঁরা কোনো ধরনের নাশকতা চালানোর চেষ্টা করেননি। আমরা প্রথম দিকে তাঁদের সরে যেতে অনুরোধ করলেও তাঁরা সরতে চাননি। এরপরে এমপি সাহেবের আশ্বাসে তাঁরা রাস্তার অবরোধ ছেড়ে উঠে যান। এতে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।