সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার আসামি প্রেপ্তার

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বেলাল বেপারীকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাব-৬ । গতকাল গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার দুপুরে তাঁকে খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে সোপর্দ করা হয়।
খুলনায় র্যাব ৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন খোঁজাখুঁজির পর বেলাল বেপারীকে গতকাল সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে র্যাব-৬। পরে তাঁকে খুলনা র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয় ।
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের সামনে চরমপন্থীদের বোমা হামলায় সাংবাদিক মানিক সাহা নিহত হন। এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করা হয়। ২০১৬ সালে এই মামলার রায় ঘোষণা করলে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন আদালত। রায়ে বেলালের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন আদালত। তবে রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন বেলাল বেপারী।
তবে বহু অনুসন্ধানের পর গতকাল আসামি বেলালকে গ্রেপ্তার করে আজ খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে সোপর্দ করে র্যাব। এ ঘটনায় সাজাপ্রাপ্ত বাকি পাঁচ আসামি বর্তমানে জেলে আছেন।