নড়াইলে ট্রাকচাপায় প্রাণ গেল নানি-নাতনির

নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় ট্রাকচাপায় পড়ে আছে নানি মনোজা বেগমের মরদেহ। ছবি : এনটিভি
নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় ট্রাকচাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধসহ বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
নিহত ব্যক্তিরা হলেন-নানি মনোজা বেগম (৪৫) ও তাঁর দুই বছর বয়সী নাতনি সাদিয়া। মনোজা নড়াইল সদরের হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং নাতনি সাদিয়া চারিখাদা গ্রামের মশিউর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় কালনাঘাটগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দিলে নানি ও নাতনি নিহত হয়। ইজিবাইকটি সদরের চণ্ডীবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রাম থেকে জেলা শহরের দিকে আসছিল।