বছরজুড়েই উন্নত সেবা দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি : এনটিভি
শুধু একটি বিশেষ সপ্তাহের জন্য নয়, সারা বছরই রোগীদের উন্নত সেবা এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী ২১ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এ সময় চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্ব কেবল কর্তৃপক্ষের নয়, রোগীদের স্বজনদেরও সচেতনতা প্রয়োজন।’
পরে, পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও চিকিৎসকদের মাঝে অ্যাপ্রোন বিতরণ করেন মন্ত্রী।