২৮ দিন পর রাষ্ট্রায়ত্ত জুট মিলের শ্রমিকদের কাজে যোগদান

বকেয়া মজুরি পরিশোধের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ২৮ দিন পর খুলনায় রাষ্ট্রায়ত্ত ছয়টি পাটকলের শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা কাজে যোগ দিয়েছেন।
গতকাল যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে ত্রিপক্ষীয় বৈঠক সমঝোতার পর আজ সকাল ১০টায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে মজুরি কমিশন গঠনসহ ১১ দফা দাবি আদায়ের চলমান আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন।
গত ২৮ ডিসেম্বর খুলনা ক্রিসেন্ট জুট মিল এবং প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিকরা সাপ্তাহিক মজুরি না পেয়ে হঠাৎ করেই কর্মবিরতি শুরু করেন। একই কারণে পরে একে একে অন্য রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরাও কর্মবিরতি শুরু করে।
গতকাল বৈঠকে সদ্য বকেয়া হওয়া সব মজুরি আগামী রোববার পরিশোধের আশ্বাস দেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দিতে সম্মত হন। রোববার ক্রিসেন্ট ও প্লাটিনাম জুবিলি জুট মিলে তিন সপ্তাহের, আলিম জুট মিলে এক সপ্তাহের এবং স্টার, ইস্টার্ন ও জেজেআই জুট মিলে দুই সপ্তাহের বকেয়া মজুরি দেওয়া হবে। পর্যায়ক্রমে বকেয়া সব মজুরি দেওয়া হবে বলে আশ্বাস দেন তাঁরা।
শ্রমিক নেতারা জানান, বৈঠকে তাঁরা সাম্প্রতিক আন্দোলন নিয়ে কোনো শ্রমিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বা কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না বলে দাবি জানান। মিল কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়।
বৈঠকে সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, বিজেএমসির আঞ্চলিক সমন্বয়কারী গাজী শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, যুগ্ম শ্রম পরিচালক, ছয়টি পাটকলের প্রকল্প প্রধান এবং সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।