রাস্তা থেকে ভারতীয় ব্যবসায়ীর লাশ উদ্ধার, অংশীদার আটক

মাগুরায় গোবিন্দ ভট্টাচার্য ওরফে রাজ (৩৫) নামে ভারতীয় এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল ৮টার দিকে মাগুরা শহরের নতুন বাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচের রাস্তা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ভবনটির পঞ্চমতলা থেকে নিহতের ব্যবসায়িক অংশীদার সরফরাজ নেওয়াজ জনিকে (৩০) আটক করেছে পুলিশ।
সদর থানার উপপরিদর্শক (এসআই ) মো. আশরাফ হোসেন জানান, আজ শনিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজনের খবরে মাগুরা শহরের নতুন বাজার এলাকার কাজী শামীমের মালিকানাধীন ছয়তলা ভবনের নিচের রাস্তা থেকে ভারতীয় নাগরিক গোবিন্দের লাশ উদ্ধার করা হয়। পরে ভবনটির পঞ্চমতলার একটি কক্ষ থেকে জনিকে আটক করা হয়।
আটক জনির দাবি, নিহত গোবিন্দের কাছে গার্মেন্টস পণ্য কেনাবেচার আট লাখ টাকা তিনি পেতেন। টাকা আদায়ের জন্য ওই কক্ষে তাঁকে পাহারা দিতে গত রাতে একইসঙ্গে ঘুমিয়ে পড়েন তাঁরা। কিন্তু রাতে গোবিন্দ পালানোর জন্য বাথরুমের ভেন্টিলেটার ভেঙে রশি দিয়ে নিচে নামতে গিয়ে রাস্তার ওপর পড়ে মারা যান বলে দাবি করেন তিনি ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, নিহত ব্যক্তি ভারতের বারাসাতের মধ্যগ্রামের নাগরিক বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান এই কর্মকর্তা। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।