চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকবহরম গ্রামে আজ রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪০)। তিনি একই এলাকার জিল্লুর রহমানের ছেলে।
রানীহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুরুল হুদা জানান, আজ সকাল ১০টার দিকে আব্দুর রহমান তাঁর বাড়ির কাছের একটি কাঁঠাল গাছে পাতা কাটতে ওঠেন। এ সময় গাছের ভেতরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তিনি গাছ থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।