সুন্দরবনে ২৫ কেজি মাংসসহ হরিণের মাথা উদ্ধার

সুন্দরবন থেকে হরিণের ২৫ কেজি মাংস ও একটি মাথা উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। গতকাল সোমবার রাতে খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাংস ও মাথা শিবসা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল-মাহমুদ।
আব্দুল্লাহ আল-মাহমুদ জানান, গতকাল গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি আউটপোস্ট দাকোপ উপজেলার নলিয়ানের সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২৫ কেজি হরিণের মাংস এবং একটি মাথা উদ্ধার করে তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এই কর্মকর্তা ।
এর আগে, গত ২ ফেব্রুয়ারি সুন্দরবনের কালাবগি খালে অভিযান চালিয়ে একটি হরিণের মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়েছিল। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রটি পালিয়ে যায়।