একাত্তরের টক শো : সিডি পর্যালোচনার পর আদেশ
আদালত অবমাননার বিষয়ে একাত্তর টেলিভিশনের জমা দেওয়া সিডি পর্যালোচনার পর আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এজলাসে আদালতের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এখনো কিছু টক শোতে আদালতের সমালোচনা হচ্ছে। একাত্তর টেলিভিশনের আদালত অবমাননার বিষয়ে আদেশ দেওয়া হোক।’
এ পর্যায়ে আদালত বলেন, ‘ব্যক্তি বড় নয়, প্রতিষ্ঠান বড়। এ প্রতিষ্ঠান যদি ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রের কিছুই থাকে না। ব্যক্তি যত বড়ই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চুরি-ডাকাতি যেমন অপরাধ, আদালত অবমাননাও তেমন অপরাধ। রায় প্রকাশের পর আপনারা গঠনমূলক সমালোচনা করতে পারেন।’
এর পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেন, সমালোচনা এখনো বন্ধ হয়নি। রায় কবে দেওয়া হবে, আদালতে একটি নির্দিষ্ট দিন ধার্য করে দেওয়ার অনুরোধ করেন তিনি।
আদালত বলেন, ‘আমরা দীর্ঘ ভ্রমণ করে রাজশাহী থেকে ঢাকায় এসেছি। সিডি পরীক্ষা করে আদেশ পরে দেওয়া হবে।’
প্রধান বিচারপতির সঙ্গে আরেক বিচারপতির কথোপকথন নিয়ে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভিতে সম্প্রচার করা টক শোর সিডি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। গত ১৬ জুলাই জনকণ্ঠের সম্পাদকীয়তে বলা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছে।
বিচারাধীন বিষয়ে লেখা প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে দণ্ড ও জরিমানা করেন আপিল বিভাগ।