নকল করতে না দেওয়ায় ইউএনওর গাড়ি ভাঙচুর!
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে নকল করতে না দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর রায়ের গাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
আজ শনিবার এসএসসির গণিত পরীক্ষা শেষে পরীক্ষার হল থেকে বের হয়ে ইউএনওর গাড়ি, পরীক্ষাকেন্দ্রে রাখা মোটরসাইকেল ও বিদ্যালয়ের দেয়াল ভাঙচুর করে পরীক্ষার্থীরা। এ সময় ইউএনও অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ইউএনও অন্য কোনো কেন্দ্রে না গিয়ে যাদুরচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কর্তব্য পালন করেন। তিনি কেন্দ্রে কড়াকড়ি পাহাড়া দেওয়ায় পরীক্ষার্থীরা ভাঙচুর চালায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।