সাভারে জামিনে এসে সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে হত্যা মামলার আসামি
সাভারে জামিনে এসে হত্যা মামলার এক আসামি সাক্ষীসহ একে একে ৫ জনকে উপর্যুপরি কুপিয়ে আহত করেছে। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সাভারের হেমায়েতপুরের জাদুরচড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের কোন হদিস পায়নি।
আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় এবং বাকি ৪ জনকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে মামলার সাক্ষী সানি, দেলোয়ার, শাহিন ও সেলিনার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।
আহতদের স্বজনদের দাবি, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে শাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে ফয়সালকে। দীর্ঘ দিন জেলে থাকার পর সম্প্রতি জামিনে বের হন ফয়সাল। ক্রমেই বেপরোয়া হয়ে ওঠেন তিনি।
বিকেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রসহ ফয়সাল ১০/১৫ জন সহযোগী নিয়ে হত্যা মামলার সাক্ষী সানি, দেলোয়ার, শাহিন ও সেলিনাসহ মোট ৫ জনকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সানিকে ঢাকায় পাঠানো হয় এবং বাকি ৪ জনকে এনাম মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম।