দিনাজপুরে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

দিনাজপুর শহরের কানচন কলোনিতে ট্রাক্ট্রর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শায়েল (৭)। সে স্থানীয় রয়েল স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। শায়েলের বাবার নাম মিজানুর রহমান।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, আজ মঙ্গলবার দুপুরে কানচন কলোনির পাশের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক্টর শায়েলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর কলোনির লোকজন ট্রাক্টরটি আটক করে। তবে ট্রাক্টরের চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে ট্রাক্টরটি থানায় নিয়ে যায়। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
সরেজমিনে দেখা গেছে, শায়েলের মৃত্যুর খবর পেয়ে তার বাবা আহাজারি ভেঙে পড়েন। মা মৃত শায়েলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। স্থানীয় লোকজন তাদের বাড়িতে ভিড় করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।