ফাঁসির রায়ে সন্তুষ্ট সরকার : আইনমন্ত্রী

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের ফাঁসির রায়ের পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘শহীদদের প্রতি আমাদের দায়বোধ আছে। এ রায়ের মাধ্যমে তাঁদের প্রতি কিছুটা হলেও দায়িত্ব পালন সম্ভব হয়েছে। এ কারণে আমরা স্বস্তিবোধ করছি। এ রায়ে আমরা সন্তুষ্ট।’
আজ বুধবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ে তাঁর দপ্তরে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি আরো বলেন, এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। তদন্ত সংস্থা তদন্ত করেছে; তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
আনিসুল হক আরো বলেন, ‘উচ্চ আদালত স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত যে রায় দিচ্ছেন, এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আবদুস সুবহানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আনা নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হয়েছে। এর মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড, দুটিতে আমৃত্যু কারাদণ্ড ও একটিতে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।