জামালপুরে যুবকের লাশ উদ্ধার
জামালপুরের তিতপল্লা এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি আনোয়ার হোসেন নামের এক স্থানীয় বাসিন্দার। সে পশ্চিমপাড় দীঘুলি গ্রামের সগুন আলীর ছেলে এবং তিতপল্লা বাজারে একটি চায়ের দোকানে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে জামালপুর সদরের পশ্চিমপাড় দীঘুলি এলাকার একটি ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে নারায়ণপুর তদন্তকেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নারায়ণপুর তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মো. মহব্বত কবীর জানিয়েছেন, লাশের গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, আনোয়ার হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।