মঠের প্রাণ যায় যায়, শিক্ষার্থীরাও শঙ্কায়

অযত্ন, অবহেলা আর সংরক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহাসিক গয়হাটা মঠ। প্রায় ২০০ বছর আগে নির্মিত এ সমাধির মূল্যবান মূর্তিগুলো চুরি হয়ে গেছে অনেক আগেই। আর ৩০০ ফুট উঁচু এ মন্দিরটিও ধসে পড়তে পারে যেকোনো সময়। আর এর সঙ্গে সঙ্গে বিপন্ন হতে পারে মঠের পাশে অবস্থিত উদয় তারা উচ্চ বিদ্যালয়ের কোমলমতি কয়েকশ শিক্ষার্থীর জীবন।
বিস্তারিত মহব্বত হোসেনের ভিডিও প্রতিবেদনে-