ইউনানী কারখানা সিলগালা, হেকিমের কারাদণ্ড

ওষুধ তৈরির অনুমোদন ও বিক্রির লাইসেন্স ছাড়াই ইউনানী ওষুধ বাজারজাত করার দায়ে মেহেরপুরে একটি ইউনানী কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া এই অপরাধে গাংনী উপজেলার হেকিম মুজিবর রহমানকে এক বছর কারাদণ্ডাদেশ এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা এ আদেশ দেন।
ফাতেমাতুজ জোহরা জানান, গাংনী শহরে ‘দি মুজিব ঔষধালয়ের’ মালিক হেকিম মুজিবর রহমান নিজ বাড়িতে ইউনানী ও আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে বাজারজাত করেন। কিন্তু অভিযান চলাকালে ওষুধ তৈরি ও বিক্রির কোনো সনদপত্র পাওয়া যায়নি। ফলে ড্রাগ অ্যাক্ট ১৯৪০-এর ১৮ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। এ সময় কিছু ওষুধ জব্দ এবং ওষুধ তৈরির কারখানা সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে হেকিম মুজিবরকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।
অভিযানে আরো উপস্থিত ছিলেন ড্রাগ সুপারিনটেনডেন্ট এস এম সুলতানুল আরেফিন।