জয়পুরহাটে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগামী বছর থেকে জয়পুরহাটে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্য নিয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জয়পুরহাটের খঞ্জনপুরে পরিত্যক্ত চুনাপাথর খনি ও সিমেন্ট প্রকল্প মোড়ে ১০ একর সরকারি খাস জমির ওপর এ শিক্ষাপ্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতীন কুমার কুণ্ডু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হোসেন, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ সেখানে একটি আমের চারা রোপণ করেন।