নৌকায় ভোটের অঙ্গীকার চাইলেন প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
আজ শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে খুলনা জেলা এবং মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।
জনসভায় যোগ দিয়ে খুলনার ৪৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং আরও ৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
এসময় বিগত নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির উল্লেখ করে তিনি বলেন, খুলনার উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন তিনি। আগামীতে পদ্মা সেতু হয়ে মংলা বন্দর পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়া, ভোলায় পাওয়া গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বরিশাল ও খুলনায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানান। সেই সঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো তাঁর দলকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে চাই, গত নির্বাচনে যেমন নৌকায় ভোট দিয়েছেন উন্নয়ন হয়েছে। এই নির্বাচনে আপনারা যদি উন্নয়নের ধারা বজায় রাখতে চান তাহলে নৌকা মার্কায় ভোট দিতে হবে।’
শেখ হাসিনা এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে দুই হাত তুলে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা চাইলে জনগণ দুই হাত তুলে সমস্বরে চিৎকার করে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
দৃঢ় আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ইনশাল্লাহ নৌকার জয় হবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো। আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। এই বাংলাদেশে কোন রাজাকার, আল বদর, যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না। তাদের বিচার আমরা বাংলার মাটিতে করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচারও আমরা বাংলার মাটিতে করেছি। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে খালেদা জিয়া দুর্নীতি করেছেন। কোর্ট রায় দিয়েছে। সেই রায়ে সে কারাগারে। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হবে।’
প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা আমরা গড়ে তুলবো। আওয়ামী লীগ দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে চায় উল্লেখ করে তিনি বলেন, আজকে বাংলাদেশে আমরা দারিদ্র্যের হার কমিয়েছি।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ জনসভায় সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য দেন দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এবং ডা. দীপু মনি, সাংগঠসিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকসহ অন্যরা।
দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি খুলনায় প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে ২০১৫ সালে তিনি খুলনা শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে যোগ দেন।