ওলামা লীগ সভাপতি ছুরিকাহত

ছবি : ফোকাস বাংলা
আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীকে (৪৫) ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আজ শুক্রবার জুমার নামাজ শেষে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
পুলিশ জানায়, হেলালী জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে পুলিশ আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
আহত হেলালীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে সাংবাদিকদের হেলালী জানান, বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বের হলে দক্ষিণ গেটে তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় তিনি জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও হেফাজতকে দায়ী করেছেন।